চিকিৎসা বিজ্ঞানে বিপুল সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে একাবিংশ শতাবব্দী। তারই প্রেক্ষাপটে নতুন শতাব্দীর চ্যালেনঞ্জ গ্রহণের অঙ্গীকার নিয়ে অত্যাধুনিক সেবা প্রদানের লক্ষে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল, রাজশাহী। চিকিৎসার প্রথম কথা রোগ নির্নয়। নির্ভুল রোগ নির্নয় ছাড়া উপযুক্ত চিকিৎসা অসম্ভব। ত্রুটিপুণৃ রোগ নির্নয় ও অপচিকিৎসার কারণে মানুষ প্রতিনিয়ত নানান ক্ষতির শিকার হচ্ছে, এমনকি মৃত্যুও হচ্ছে অহরহঅ সেজন্যে মানুষ পাড়ি জমাচ্ছে বিদেশে। না আর বিদেশ নয়। নির্ভুল রোগ নির্নয়ের সকল সুবিধা এখন আপনার দোরগোড়ায়। আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি নিয়ে আমাদের অত্যাধুনিক ডায়াগনষ্টিক ও ওটি কমেপ্লেক্স আপনার সেবা নিশ্চিত করতে সতা প্রস্তুত।